December 23, 2024, 7:31 pm

ভারতে গত ২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, মৃত্যু ।

Reporter Name
  • Update Time : Sunday, May 23, 2021,
  • 131 Time View

ভারতে কিছুটা কমেছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। দৈনিক মৃত্যুও নেমে এসেছে চার হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৭৪১ জন।

 

 

রোববার (২৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন। যা শনিবারের তুলনায় প্রায় ১৮ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে।

 

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৪১ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে। এর আগে শনিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ১৯৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ রোববার প্রাণহানি কমেছে সাড়ে চার শতাধিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71