December 27, 2024, 8:09 am

মাগুরায় ১ টাকায় ঈদের বাজার পেলেন অসহায়রা

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2020,
  • 160 Time View

মাগুরায় করোনা পরিস্থিতিতে শহরের গরিব, দুস্থ, অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে ১ টাকায় ঈদ বাজার দিয়েছে করোনা যোদ্ধা নামের একটি সংগঠন।

শনিবার  সকাল ১১টায় শহরের সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী  কলেজ প্রাঙ্গণে  সামাজিক দূরত্ব বজায়  রেখে শতাধিক মানুষের মাঝে এ ঈদ বাজার সামগ্রী  বিতরণ  করেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি  বলেন , করোনার এই দুঃসময়ে মাগুরা কিছু উদ্যমী তরুণ যুবকদের নিয়ে গঠিত করোনা যোদ্ধা নামের সংগঠনের কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। কারণ তারা করোনা পরিস্থিতির শুরু থেকে  নানামুখি কার্যক্রম পরিচালনা করে আসছে । মাগুরার অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তারা দিনরাত পরিশ্রম করছে। তাদের এ কার্যক্রমে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে ।

সংগঠনের সমন্বয়ক মীর মেহেদী হাসান রুবেল,আশিফ হাসান শাকিল, হ্যাপী খান ও  রাজিব শিকদার  জানান, করোনার  শুরুতে প্রথম পর্বে আমরা সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রী, সাবান বিতরণ ও রাস্তায় জীবাণুনাশক স্প্রে করেছি। তারপর রমজান শুরু হলে মাসব্যাপী শহরের বিভিন্ন  স্থানে ১ টাকায় ইফতার সামগ্রীর কার্যক্রম চলে। যা অল্প সময়ে ব্যাপক সফলতা অর্জন করে।  এবার ঈদকে সামনে রেখে আমরা শনিবার শহরের নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে ১ টাকায় ঈদ বাজার দেয়া হলো ।

বিতরণকৃত ঈদ বাজার সামগ্রীর মধ্যে রয়েছে  ১ কেজি  পোলাও চাল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, তেল ৫ মি.লি, সেমাই ১ প্যাকেট ও সাবান ১টা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71