করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের লকডাউন।
লকডাউনের কারণে সকাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আভ্যন্তরিন রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জেলা থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। পণ্যবাহি ট্রাক বা যানবাহন ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ ও থেমে থেমে হালকা বৃষ্টির করণে রাস্তায় সাধারন মানুষের চলাচল তেমন চোখে পড়েনি।
এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকরে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরী কোন কারণ ছাড়া চলাচলকারিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ফিরিয়ে দেয়া হচ্ছে। শহরে পুলিশের টহল টিমও রয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।