December 23, 2024, 12:09 pm

তথ্যের সত্যতা যাচাইয়ে গুগলের নতুন ফিচার।

অনলাইন ডেস্ক।
  • Update Time : Tuesday, May 25, 2021,
  • 104 Time View

তথ্যের সত্যতা নিশ্চিত করতে নতুন ফিচার আনছে সার্চ ইঞ্জিন গুগল। আই/ও ডেভেলপার কনফারেন্সে বৃহস্পতিবার (২১ মে) এই তথ্য দিয়েছে কোম্পানিটি।

 

 

যখন আপনি গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করবেন, তখন ওয়েবসাইটের সঙ্গে ‘About this Result’ লেখা দেখা যাবে। এখানে ক্লিক করলে ওয়েবসাইটের বর্ণনার পাশাপাশি উইকিপিডিয়া কী বলছে, সেই তথ্যও দেখা যাবে।
গুগল জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি আনার চেষ্টা চলছে। গ্রীষ্মে আসবে আইওএসে। তবে শুরুর দিকে সব দেশে এই ফিচার পাওয়া যাবে না। ‘About this Result’ ফিচারটি ধীরে ধীরে সব অঞ্চলে প্রকাশ করা হবে।

 

 

২০১৮ সালের এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার নামের জরিপে দেখা গেছে, সংবাদ হিসেবে বিভিন্ন মাধ্যমে যা দেখা যায়, সেসবের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থাকেন ৫৯ শতাংশ মানুষ। অন্যদিকে এই ফেক নিউজ বা ভুয়া খবরকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারে উদ্বিগ্ন প্রতি ১০ জনের সাতজন।
এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের ৬৩ শতাংশই জানেন না কীভাবে খবরের সত্যতা যাচাই করতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71