রাজাধানী ঢাকার দক্ষিণখানে মসজিদের ইমামের সাথে স্ত্রীর পরকীয়ার জেরে খুন হওয়া সেই আজহারুল ইসলামের (৪০) দাফন সম্পন্ন হয়েছে।বুধবার দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামের কবরস্থানে তার দাফন হয়।
এর আগে রাত সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজহারুল ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।
বিকেলে আজহারুলের সাত টুকরা মরদেহ তার গ্রামের বাড়ি পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ভিড় করেন নিহতের বাড়িতে। তবে মরদেহ সাত টুকরা হওয়ার কারণে পরিবার এবং স্থানীয় কাউকে দেখতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, আজহারুলের স্ত্রী আসমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিলো দক্ষিণখান মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের। এরই জেরে আজহারুলকে খুন করে সাত টুকরো করে মসজিদের সেপটিক ট্যাংকে ফেলে দেন আব্দুর রহমান।
মঙ্গলবার দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুলের সাত খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই ইমাম মাওলানা আব্দুর রহমান এবং আজহারুলের স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করে র্যাব।