নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মানুষকে দেয়া কথা অনুযায়ী ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে নতুন একটি মসজিদ নির্মাণ করেছেন তিনি। গতকাল শুক্রবার মসজিদটি উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
সেখানে মসজিদ নির্মাণ করা হবে বলে আজ থেকে প্রায় ১০ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এরদোয়ান। এতদিন পরে হলেও সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, তাকসিম মসজিদ এবং ৩০ মিটার উঁচু গম্বুজ সম্বলিত স্থাপনাটিকে মুস্তফা কামাল আতাতুর্কের তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।
মসজিদ উদ্বোধনের পর কয়েক হাজার মুসল্লির সঙ্গে গতকাল জুমার নামাজ পড়েন এরদোয়ান। এরপর সেখানে তিনি বলেন, মসজিদটি নির্মাণের মধ্য দিয়ে তুরস্কের একটি স্বপ্ন পূরণ হলো।
তিনি আরো বলেন, চার বছর আগে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার আগে নামাজ আদায়ের একটি কক্ষও এখানে ছিল না। সংবাদপত্র বিছিয়ে মুসল্লিরা নামাজ পড়তেন। সূত্র: রয়টার্স