চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লিজা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সকালে উপজেলার জাফরাবাদ ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
লিজা আক্তার স্থানীয় মো. বাবুল মিয়ার মেয়ে। তিনি চট্টগ্রাম নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, আজ সকাল নয়টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক কিশোরীকে হাসপাতালে আনে তার স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিজার ভাই বলেন, ‘আমার বোন সব সময় হাসি-খুশি থাকতো। আজ ভোরে আমার মা তাকে ফজরের নামাজের জন্য ডেকেছিলেন। এরপর সাতটার দিকে আবার তাকে ডাকে। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সে আত্মহত্যা করেছে।’