আট দিনের নবজাতককে পুকুরের পানিতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। কারণ পরপর জন্ম নেওয়া চার সন্তানই মেয়ে।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এমন ঘটনা ঘটে বলে জানান তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল।
তিনি বলেন, রায়পুরের মানিক ঘোষ ও শ্যামলী ঘোষ দম্পতি পর পর চারবার কন্যা সন্তান হওয়ায় আট দিনের নবজাতককে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন গর্ভধারিণী মা।
সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে। একই সঙ্গে মা শ্যামলী ঘোষকে (৩৬) আটক করে। তিনি রাতের কোনো এক সময় নবজাতককে পুকুরে ফেলে দেওয়ার কথা এবং স্বামী কর্তৃক কন্যা সন্তানের জন্য ভৎর্সনার কথাও পুলিশকে জানিয়েছে।