উপজেলা প্রশাসন চান্দিনার আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় চান্দিনা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনিয়ন পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয় । এতে নাটকীয় বিজয় পায় চান্দিনা পৌরসভা।খেলায় ফিফার বাইলজ নিয়মে পৌরসভার কাছে দোল্লাই নবাবপুর ইউনিয়ন ফুটবল একাদশ ট্রসের মাধ্যমে ফাইনালে পরাজিত হয়।
চান্দিনা উপজেলার সব ক’টি ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উঠে চান্দিনা পৌরসভা।অপর দিকে দোল্লাই নবাবপুর ইউনিয়নও সকল ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল উঠার চমক দেখায়। দু পক্ষের’ই স্বপ্ন জেলা পর্যায়ে খেলবে। তবে কে জানে, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের কারনে এভাবে ফিরতে হবে দোল্লাই নবাবপুর ইউনিয়ন একাদশকে।
মঙ্গলবার (১ জুন) বিকেল ৪টায় চান্দিনা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগের সব গুলো খেলার মত ফাইনাল ম্যাচটিও একই ধারাবাহিকতায় হচ্ছিল। খেলার প্রথমার্ধ শান্তিপূর্ণভাবে শেষ হলেও দ্বিতীয়র্ধের ১০মিনিট অতিবাহিত হওয়ার পর একটি ফাউল’কে কেন্দ্র করে কিছু দর্শক একজন খেলোয়াড়ের উপর চড়াও হয়।কিছু বুঝে উঠার আগেই তারা মাঠের ভিতর প্রবেশ করে ধাওয়া শুরু করে। ওই খেলায় নবাবপুর দলের একজন নবাবপুর দলের একজন নবাবপুর দলের একজন নবাবপুর দলের একজন নবাবপুর দলের একজন নবাবপুর দলের একজন খেলোয়ার দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে বেধড়ক মারপিট করে।এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রশাসন তাদের নিয়ন্ত্রন করে। এদিকে খেলোয়ার আহত হওয়ায় খেলাটি স্থগিত করে টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে দু পক্ষের সম্মতিতে ট্রসের মাধ্যমে বিজয়ী হয় চান্দিনা পৌরসভা একাদশ।
সমাপনি খেলার পূর্বে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য প্রধান করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস্ উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ,স্কাউট কমিশনার কমল বকসী, প্যানেল মেয়র আবদুর রব,দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাস্টার,বরকরই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক গৌতম কুমার শ্যামলসহ খেলা পরিচালনা কমিটি বৃন্দ প্রমুখ।