পটুয়াখালীর গলাচিপায় মা-বাবার সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বর্ণা মন্ডল (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পটুয়াখালীর পক্ষিয়া এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বর্ণার বাবা কার্তিক চন্দ্র মন্ডল (৪০), মা শিল্পী রানী মন্ডল (৩০) ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। কার্তিক মন্ডল ও মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কার্তিক মন্ডল হচ্ছেন গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এলাকার বাসিন্দা।
নিহত স্বর্ণা উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। নিহত স্বর্ণার মা শিল্পী রানী বলেন, আজ সকালে তাঁরা তিনজন ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে তাঁরা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মেয়েটি মারা যায়।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক্টর ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।