বিড়ি সিগারেটের দাম বাড়ানোর বিষয়টি ছাড়া ফেসবুকে বাজেট নিয়ে তেমন কোনো আলোচনা চোখে পড়েনি। বোঝাই যাচ্ছে, বাজেট নিয়ে খুব একটা আগ্রহ বা সময় মানুষের নেই। গড়পড়তায় বাজেটে
ভালো কিছু করার ইচ্ছাটা দেখা গেছে।
তবে নীতিগত দুর্বলতায় সব ইচ্ছা মাটি হয়ে যায় কি না সেটাই বিষয়। এবারের বাজেটে সবচেয়ে
ভালো দিক হল স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থার উদ্যোগ।
কিন্তু বিদায়ী বাজেটে স্বাস্থ্য গবেষণার বরাদ্দের মতো এটাও নীতি প্রণয়ন বা গাইডলাইন তৈরিতেই আটকে যায় কি না, সেটাই উদ্বেগের।