মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২১ পালন করা হয়েছে। পরিবেশ দিবসকে কেন্দ্র করে বৃক্ষচারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে৭১ চেতনা নামে একটি সামাজিক সংগঠন। শনিবার বেলা ১১ টার দিকে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে বৃক্ষচারা বিতরণ ও রোপণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভায় বৃক্ষ পরিবেশ রক্ষার মূল উপাদান।
তাই বেশি বেশি ফলজ ও বনজ বৃক্ষ রোপণে নিজে এবং অন্যকে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। রেড ক্রিসেন্ট বিদ্যানেকেতন, পুলিশ লাইন হাইস্কুল, সোনার বাংলা দাখিল মাদ্রাসা ও আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ চারাগাছ বিতরণ করা হয়। চারাগাছের মধ্যে ছিলো- পেয়ারা, জাম, জলপাই, আমলকী, অর্জুণ ও আকাশমনী।
৭১ চেতনার বরগুনা জেলা আহ্ববায়ক ও বরগুনা সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা সুজন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপ সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া হোসেন, রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আঃ হাকিম সহ ৭১ চেতনার অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য ও যুব রেড ক্রিসেন্টের সহশিক্ষা ও আইসিটি বিভাগীয় প্রধান মোঃ গিয়াস উদ্দীন।