মাদারীপুরের শিবচরে বজ্রপাতে ইব্রাহিম বেপারী (৫০) নামের একজন মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় হুমায়ুন বেপারী (৬০) নামের তার ভাই আহত হয়েছে।
আজ শনিবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ইব্রাহিম বেপারী উপজেলার সন্ন্যাসিরচর ইউনিয়নের পশ্চিম সন্ন্যাসীরচর গ্রামের সোলেম বেপারীর ছেলে। সে পেশায় কৃষক।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন মৃত্যুর বিষয়টি নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম বেপারী তার নিজ জমিতে বাদাম চাষ করে। কয়েকদিন ধরে ক্ষেত থেকে সেই বাদাম তুলে বাড়ির সামনে একটি ক্ষেতে শুকাতে দেন। আজ দুপুরে ইব্রাহিম বেপারী ও তার ভাই হুমায়ুন বেপারী সেই বাদাম শুকাতে থাকেন।
দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ একটি বজ্রপাত নিপতিত হয়ে দুই ভাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে সেওয়ার পথে ইব্রাহিম বেপারী মারা যান।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে সন্নাসীরচরে বজ্রপাতে একজন মারা গেছেন। অপর আহত ব্যক্তি সুস্থ হয়েছেন।