December 26, 2024, 3:56 am

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও সধারণ সম্পাদক

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2020,
  • 149 Time View

সজ্ঞিব দাস,গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড। সমিত কুমার দত্ত মলয় বলেন, এ বছর একটু ঈদ উল ফিতর একটু ভিন্ন ভাবে পালিত হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই ভালো করে জানেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও সম্প্রতি সুপার সাইক্লোন আম্ফান আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে। আপনারা গলাচিপা প্রেসক্লাবের সংবাদকর্মীদের জন্য দোয়া করবেন। সকলেই সরকারের বিধি-বিধান মেনে ঈদ উদযাপন করবেন।

সকলের দীর্ঘায়ু কামনা করছি, এছাড়াও আমি গলাচিপাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের চলমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।

তিনি আরও বলেন, এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তাই সকলে নিরাপদে থেকে ঘরে বসে সরকার ঘোষিত সকল বিধি নিষেধ মেনে ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেব। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ ও আতঙ্ক।

এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করি। পরিশেষে তিনি বলেন, বিপদে আপদে ন্যায় প্রতিষ্ঠায় উন্নয়ন ও অগ্রযাত্রায় যারা সব সময়ে গলাচিপা প্রেস ক্লাবের পাশে আছেন সেই শুভানুধ্যায়ী সহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71