December 23, 2024, 8:17 pm

দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে : আইজিপি

Reporter Name
  • Update Time : Monday, May 25, 2020,
  • 164 Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পবিত্র ঈদ উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আইজিপি একথা বলেন।

দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি।

করোনা মোকাবিলায় আপনারা সবাই সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।

তিনি বলেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেদিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘরে বসেই উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71