সোমবার রাতে ভারতের দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদের বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।
জানা গেছে, রাত ১২.৫০ মিনিটে দমকল বাহিনীর কাছে এ অগ্নিকাণ্ডের খবর যায়। দ্রুত ২৮টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়।
দমকল বাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
সে সময় ওই এলাকার অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন। সে অবস্থাতে দ্রুত পুলিশ ও দমকল বাহিনী মিলে বস্তির বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। ভোর ৩.৪০-এ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে পুড়ে ছাই প্রায় ১,৫০০ ঝুপড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন শত শত মানুষ।
ক্ষয়ক্ষতির হিসাব করছে সরকার।
সংবাদ সংস্থা এএনআইকে দক্ষিঁণ-পূর্ব পুলিশের ডেপুটি কমিশনরা রাজেন্দ্রপ্রসাদ মীনা বলেন, আমরা রাত প্রায় ১টা নাগাদ তুঘলকাবাদের বস্তিতে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ১,০০০-২,০০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
তিনি জানান, স্থানীয়রা জানাচ্ছেন, সকলেই তাঁদের ঝুপড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সেটা যাচাই করে দেখা এখনও সম্ভব হয়নি ।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের খবর মেলেনি। দমকল বাহিনী এখনও সেখানে কাজ চালিয়ে যাচ্ছে।