নিউজ ডেস্ক
দেশে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রন্টলাইনে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও পুলিশের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত ৮৪৬ জন চিকিৎসক ও ৪ হাজার ৯৩ জন পুলিশ সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত ৮ জন চিকিৎসক ও ১৪ জন পুলিশ মারা গেছেন।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) তথ্যানুসারে, করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে এখন পর্যন্ত ৩৪১ জন সুস্থ হয়ে উঠেছেন। সংগঠনটির পক্ষ থেকে করোনায় আক্রান্ত চিকিত্সক ও তাদের পরিবারের সদস্যদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।
আজ মঙ্গলবার পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে। পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।