করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের দুই ক্রিকেটার। এদের মধ্যে একজনকে তার এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সূত্র জানায়, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। এরপর তার কোভিড পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়েছিল।
ওই একই সূত্র জানায়, আক্রান্ত দুই ক্রিকেটারের মধ্যে একজন করোনা থেকে সেরে উঠেছেন। আরেকজনের আবারও করোনা পরীক্ষা করা হবে রবিবার।
আনন্দবাজার পত্রিকার এক সূত্র জানায়, “একজন ক্রিকেটার সেরে উঠলেও এখনও অসুস্থ আরও এক ক্রিকেটার। তবে তিনি আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ছুটি কাটাতে চলে যান কয়েকজন ক্রিকেটার। ঋষভ পন্ট, রোহিত শর্মা, রবিচন্দ্রন আশ্বিন, অজিঙ্কা রাহানেদের দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। ঋষভ গিয়েছিলেন ইউরো কাপ দেখতে। অশ্বিন গিয়েছিলেন উইম্বলডন দেখতে। ভারতের অফ স্পিনার এখন কাউন্টি ক্রিকেট খেলছেন।