লস অ্যাঞ্জেলেসের সান ফার্নান্ডো ভ্যালি এলাকা থেকে পর্নস্টার ডালিয়া স্কাইয়ের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, আত্মহত্যা করেছেন ডালিয়া। তার মাথায় গুলির আঘাত রয়েছে। পুলিশ সূত্রে খবর, স্টেজ ফোর স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন ডালিয়া।
তদন্তকারীদের ধারণা, রোগের কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন পর্ন স্টার। সে কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন।
২০১০–এ পর্নস্টার হিসেবে আত্মপ্রকাশ করেন ডালিয়া। তার আসল নাম বেইলি ব্লু। পরবর্তী কালে তিনি নাম পরিবর্তন করেন।