২৪১ রানের লক্ষে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে।
কিন্তু দলীয় ৩৯ রানের মাথায় হঠাৎ ছন্দপতন। ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরে যান তামিম। এরপর একে একে ফিরে যান লিটন দাস, মিথুন ও মোসাদ্দেক। স্কোর বোর্ডে ৭৫ রান তুলতেই নেই ৪টি উইকেট।
তবে সাকিব ও মাহমুদ উল্লাহ লড়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১১১ রান করেছে সফরকারীরা। সাকিব আল হাসান ৩৩ ও মাহমুদউল্লাহ ২১ রানে ক্রিজে আছেন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এই ওয়ানডেতে রোববার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয়।