জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিত নিলো টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান (অপরাজিত) করেন সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন সাইফ উদ্দিন।
২৪১ রানের লক্ষে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু দলীয় ৩৯ রানের মাথায় হঠাৎ ছন্দপতন। ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরে যান তামিম। এরপর একে একে ফিরে যান লিটন দাস, মিথুন ও মোসাদ্দেক। স্কোর বোর্ডে ৭৫ রান তুলতেই নেই ৪টি উইকেট। এরপর দলীয় ১৩০ রানের মাথায় মাহমুদউল্লাহ, ১৪৫ রানে মিরাজ, ১৭৩ রানে আফিফ আউট হয়ে যান।
এই যখন অবস্থা তখন উইকেটে আকঁড়ে থাকা সাকিবকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সাইফউদ্দিন। ২৮ রানে অপরাজিত থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
আরও পড়ুন:
সাকিব-সাইফউদ্দিনের ব্যাটে জয়ের পথে টাইগাররা