সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও গলাচিপা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. মামুন আজাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি ভিন্ন পরিস্থিতিতে এবারও পালন করতে হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা। বিশ্বজুড়ে করোনা মহামারির এই সময়ে জনজীবন বিপর্যস্ত। ফলে সতর্কতার সঙ্গে এবং নানা বিধিনিষেধ মেনে পালন করতে হবে ঈদ। তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনেকেই কোরবানি দেবো। তবে কোরবানির পশু জবাই করতে গিয়ে যেন পরিবেশ দূষণ না হয় সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নেওয়া, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ আনুষ্ঠানিকতা পালন করার আহবানও জানান তিনি।