পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হত দরিদ্র মানুষের মাঝে চাল ও নগদ টাকা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতরণ ও টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯ টায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ মাঠে এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।
এ চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন টেক অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, ইউনিয়ন সচিব মো. মজিবর রহমান হাওলাদার, ইউপি সদস্য বিবেক দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায় প্রমুখ। এ সময়ে চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চিকনিকান্দী ইউনিয়নবাসীকে জানাই ঈদ মোবারক। আপনারা সকলে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলবেন।