পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৬ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের গরমালী গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গরমালী গ্রামের কাসেম প্যাদার ছেলে শামীম প্যাদা (৩৫) ও মৃত জয়নাল সরদারের ছেলে রুস্তম আলী সরদার (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
শুক্রবার বিকাল ৬টার দিকে শামিমের বসত ঘরের পূর্ব পাশে বিরোধীয় জমির নারকেল গাছে রুস্তম আলীর ছেলে নাইম নারকেল পাড়তে উঠলে তাতে শামিম বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই শামিম ও তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী বেগম (২২) এবং অপর পক্ষে রুস্তুম আলী ও তার ছেলে ইয়াছিন (১৯) আহত হন।
আহতদের চিকিৎসার জন্য দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. জসীম Tmnews কে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।