স্বদেশি নাকায়ামা ফুনা ও ব্রাজিলের লিয়াল রায়সার চেয়ে পিছিয়ে থেকেও শেষ ট্রিকে সবাইকে তাক লাগিয়ে মাত্র ১৩ বছর বয়সে অলিম্পিকে নারী স্কেটবোর্ডিংয়ের ফ্রি স্ট্রিট ইভেন্টে স্বর্ণপদক জিতে নিলেন জাপানের কিশোরী নিশিয়া মমিজি। তার ফাইনাল স্কোর ছিলো ১৫.২৬ পয়েন্ট।
টোকিও অলিম্পিকের এই ইভেন্টে রৌপ্য পদক পেয়েছে ব্রাজিলের রেইসা লিয়াল। জাপানের নাকাইয়ামা ফুনা ব্রোঞ্জ পদক পেয়েছেন। রৌপ্য জেতা লিয়ালের বয়সও ১৩, তার স্কোর ১৪.৬৪ পয়েন্ট। আর নিশিয়ার স্বদেশি ১৬ বছর বয়সী নাকায়ামা ১৪.৪৯ পয়েন্ট নিয়ে জিতলেন ব্রোঞ্জ পদক।
অন্যদিকে, সাঁতারে পুরুষদের দলগত ইভেন্টে ৪x১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র। রৌপ্যপদক পেয়েছে ইতালি এবং ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া।
সাঁতারে নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়ার আরিয়ার্নে তিতমুস, রৌপ্যপদক পেয়েছে যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি এবং ব্রোঞ্জ পেয়েছেন চীনের লি বিনজিয়ে।