December 24, 2024, 1:56 am

বাড়ি গিয়ে বোনকে আক্রান্ত করলেন করোনা শনাক্ত ভাই

Reporter Name
  • Update Time : Thursday, May 28, 2020,
  • 401 Time View

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত ভাইয়ের সংস্পর্শে গিয়ে বোনও আক্রান্ত হয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াদাপাড়া গ্রামের ঘটনা এটি। এ ঘটনায় ওই বাড়ির ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা পজিটিভ আসে। জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য জানান।

সূত্র জানায়, শনাক্ত ওই ব্যক্তি নরসিংদীতে একটি কোম্পানিতে কর্মরত। ঈদের ছুটিতে গত সপ্তাহে বাড়ি ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ২৩ মে ওই ব্যক্তিসহ বাইরের জেলা থেকে ফেরা চারজনের করোনা শনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চারজনের বাড়িসহ ২৮ বাড়ি লকডাউন করা হয়। এরই মধ্যে নরসিংদী থেকে ফেরা ব্যক্তির সংস্পর্শে তার বোন আক্রান্ত হয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাদিয়া আক্তার বলেন, নরসিংদীফেরত ব্যক্তির পরিবারের সদস্যসহ সংস্পর্শে আসা ২৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ওই ব্যক্তির বোনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিদের নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনও হাতে আসেনি।

আক্রান্ত ওই নারীর অবস্থা পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য বিভাগের টিম তার বাড়িতে গেছেন বলেও জানান ডা. সাদিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71