অনলাইন ডেস্ক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের কাছে আজ (বৃহস্পতিবার) ক্ষেপণাস্ত্রবাহী ১১২ টি নৌযান হস্তান্তর করা হয়েছে। এসব নৌযানের মধ্যে হেলিপ্যাডযুক্ত নৌযানও রয়েছে।
হেলিপ্যাডযুক্ত একটি নৌযানের নাম দেওয়া হয়েছে ‘জেনারেল কাসেম সোলাইমানি নৌযান’। আজকের হস্তান্তর অনুষ্ঠানে আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ও প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি উপস্থিত ছিলেন।
এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ইরানের বন্দর আব্বাসে। আজকের নৌযানগুলোর মধ্যে ফ্লাইং বোটও রয়েছে বলে জানা গেছে।
নতুন নৌযানগুলো অনেক বেশি গতিসম্পন্ন এবং সহজেই রাডার ফাঁকি দিতে সক্ষম। এছাড়া এসবের হামলার সক্ষমতাও অনেক বেশি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানি বিশেষজ্ঞরা নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়া অব্যাহত রেখেছেন। এসব নৌযান নৌবাহিনীর শক্তি ও সক্ষমতা আরও অনেক বাড়িয়ে দেবে।
আইআরজিসি’র প্রধান বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো হুমকির দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।