অনলাইন ডেস্ক
১১১ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ সংহারি করোনা ভাইরাসকে পারাজিত করেছেন। বিশ্বে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক মানুষ যিনি করোনা যুদ্ধে জয়ী হয়েছেন।
জুয়ানা জুনিগা চিলির বাসিন্দা। বয়স আগামী জুলাই মাসে ১১২ হবে।
করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘ ২৮ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। এরপর চলতি মাসের ১০ তারিখ প্রাণঘাতী করোনাভাইরাস জয় করেন এই নারী। ২০১৪ সাল থেকে বৃদ্ধাশ্রমে রয়েছেন জুয়ানা জুনিগা।
তিনি চিলির সবচেয়ে বয়স্ক মানুষ যিনি করোনা জয় করেছেন আর বিশ্বে তার অবস্থান দ্বিতীয়।
চিলিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৮৯ জন যা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ।