মহিপুর থানা প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটির বিরুদ্ধে আবারো মানব বন্ধন কর্মসূচি পালন করেছে মহিপুর সদর ওয়ার্ডের প্রায় ৩ শতাধিক সাধারণ জনগণ। বুধবার বিকেল ৪ টায় সরকারি ত্রাণ বিতরনের নামে স্বজনপ্রীতি এবং অর্থ আদায়ের অভিযোগে মহিপুর আখড়াবাড়ি মানব বন্ধন কর্মসূচি পালান করা হয়। মহিপুর সদর ওয়ার্ডের ইউপি সদস্য বাবু নিমাই চন্দ্র দাস কিছুদিন আগে পরলোক গমন করায় সেই ওয়ার্ডের দায়িত্ব পায় বিউটি বেগম।
তখন থেকেই শুরু হয় ত্রাণ বিতরনের নামে অর্থ আদায় এবং স্বজনপ্রীতি। মহিপুর সদর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ওয়ার্ড ত্রাণ কমিটির আহ্বায়ক সোহরাব হাওলাদার বলেন সরকারি ত্রাণ বিতরন এবং নাম প্রনয়নের ক্ষেত্রে কোন ধরনের সমন্বয়ই করেন না বিউটি বেগম উল্টো ইচ্ছে মতো নাম প্রনয়ন করে ত্রাণ দেয় তিনি।
সাবিনা আক্তার জানান তাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নাম করে তার কাছ থেকে তিনি ৮ হাজার টাকা নেয় এবং তার নাম দেয় কিন্তু কিছুদিন পরে আবার সেই নাম কেটে দেয়। পরবর্তীতে তিনি উপজেলা পর্যায়ে কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে আবার পূনরায় তার নাম এবং ভাতা ফিরে পান। স্বামী পরিত্যাক্তা স্বরজু বালা বলেন আমি মানুষের বাসায় বাসায় কাজ করে একটা সন্তান নিয়ে জীবন চালাই একটা ত্রানের নামের জন্য তার কাছে হাত থেকে পাও ধরছি ধাক্কাও খাইছি তার কিন্তু নাম পাইনি। লক্ষি রানী জানান আমরা কোন সরকারি ত্রাণ সহায়তা পাইনা অথচ সরকার আমাদের সবার জন্যই ত্রান পাঠায় এসকল লোকজন আমাদের এই ত্রাণ থেকে বঞ্চিত করছে।
এছাড়াও অনেকে অনেক অভিযোগ করে অভিযুক্তর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শাস্তির দাবি জানান। এর আগে ২৩/০৫/২০ তারিখ একই অভিযোগ এনে মহিপুর প্রেসক্লাবে লিখিত অভিযোগ দায়ের করে প্রায় শতাধিক জনসাধারণ। যানাযায় এর আগে যেসকল লোকজন তার বিরুদ্ধে মহিপুর প্রেসক্লাবে লিখিত অভিযোগ দায়ের করেছিল তাদের তিনি বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি এবং ভয় ভিতি দেখাচ্ছে।