নওগাঁর রাণীনগরে রঞ্জু মন্ডল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রঞ্জু উপজেলার রাতোয়াল গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
শুক্রবার সকালে বগুড়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।