প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর বুধবার দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাঘের থাবায় ক্যাঙ্গারু বধ হবে কি? অবশ্যই অতোটা সহজ না। মিরপুর শেরেবাংলার স্পিনসহায়ক উইকেটে ধরাশায়ী হয়ে মোটামুটি একটা শিক্ষা গ্রহণ করেছে অসিরা।
মঙ্গলবার ম্যাচ শেষে অসি অধিনায়ক ম্যাথিউ ওয়েড স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের উইকেটের আচরণের কথা। টার্ন করে স্কিড হয়ে উইকেটের ভেতরে ঢোকা বল কি করে মোকাবিলা করে রান করতে হবে তাও বাতলে দিয়েছেন।
তবে একথা সত্যি যে, ঘরের মাঠে তুমুল লড়াই চালিয়ে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। এক জয় নিয়ে সন্তুষ্ট নন তিনি, মাটিতেও পা রাখছেন।
ক্রিকেটপ্রেমীদের এখন একটাই প্রশ্ন আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ একাদশে আছেন কারা?
এ ক্ষেত্রে দলীয় সূত্রের খবর, উইনিং কম্বিনেশন নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ। অর্থাৎ গতকালের একাদশে কোনো পরিবর্তন থাকছে না।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।