বিপুল পরিমানে মাদকদ্রব্যসহ র্যাবের হাতে আটক হয়েছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এর আগে চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।।
বুধবার বিকালে এ চিত্রনায়িকার বাসায় অভিযান চালানো হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র্যাব অভিযান পরিচালনা করেছে।
তবে কি পরিমাণ মাদকদ্রব্য পরীমনির বাসা থেকে পাওয়া গেছে বা আর কি কি পাওয়া গেছে সে ব্যাপারে এখনই কিছু জানায়নি র্যাব।
অভিযান শেষে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।