মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিনের রিমান্ডে রয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। বুধবার রাতে বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী থানায় তাকে হস্তান্তর করে র্যাব।
এদিকে, পরীমণির সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন, শিল্পীরা হবেন সমাজের আইডল। একজন-দুইজন শিল্পীর জন্য যদি পুরো শিল্পী সমাজের সুনাম ক্ষুন্ন হয় সেটি আমরা মেনে নেব না।
তিনি আরও বলেন, কয়েক দিন আগে চিত্র নায়িকা একা গ্রেফতার হয়েছেন, পরে পরীমণি গ্রেফতার হয়েছেন। তারা যেহেতু আমাদের সদস্য, সেহেতু আমাদের দায় থেকে যায়। শনিবার (৭ আগস্ট) মিটিং শেষে বিকেল চারটায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে আমাদের সিদ্ধান্ত জানাবো।