সময়ের আলোচিত এক নাম পরীমণি। বুধবার বিকেলে পরীমণির বাসায় অভিযান চালিয়ে মাদকসহ আটক করে র্যাব। বর্তমানে পুলিশের কাছে ৪ দিনের রিমান্ডে আছে আলোচিত এই নায়িকা। আটকের পর থেকে পরীমণি সম্পর্কে ফাঁস হচ্ছে একের পর এক সব গোপন তথ্য।
সম্প্রতি পরীমণিকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে।
যেখানে দেখা যায় ডিবির এডিসি গোলাম সাকলায়েন শিথিলের বাসভবনে সকালে ঢুকে গভীর রাতে বের হয়ে যাচ্ছেন পরীমণি। পরী সকালে ঢুকেছিলেন সাদা পোষাকে, আর বের হয়ে যাচ্ছিলেন কালো পোষাকে।
এদিকে, ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলায়েনের সাথে পরীমণির সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ । তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা।
উল্লেখ্য, কিছুদিন আগে বোটক্লাবের ঘটনায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন গ্রেফতার পরীমণি। এক পর্যায়ে সেটি তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরীমণির ‘আদ্যপ্রান্ত’ তদন্তের ত্বত্তাবধায়নে দায়িত্ব পান পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল। তদন্তের এক পর্যায়ের পরীমণি জানতে পারেন তার অন্ধকার জগতের সবকিছুই জেনে গেছেন ডিবি কর্মকর্তা সাকালায়েন। যে কারণে তিনি ওই কর্মকর্তার সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে তুলেন।
গুঞ্জন উঠছে – এই সখ্যতার সুযোগ হাতছাড়া করেননি ডিবি কর্মকর্তা শিথিলও।