পারভেজ কলাপাড়া(পটুুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর মহিপুরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায়,গৃহ হারা ও নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকাল ১০টায় র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিনের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে ৫কেজি চাউল,
ডাল ১কেজি,চিনি আধা কেজি, তৈল ১কেজি, পিয়াজ ১কেজি,আলু ২কেজি, সেমাই ১প্যাকেট ও চিরা আধা কেজি বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ প্রেসক্লাবের অন্যতম সদস্যরা।আলিপুরের আঃ বারেক (পচা চা) বলেন, আমার একটিমাত্র ছেলে তাও আলাদা থাকে আমি খুব কষ্টে জীবন যাপন করছিলাম ।
এই সাহায্য পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। র্যাব-৮, পটুয়াখালী কে আন্তরিক ধন্যবাদ জানাই।মনিপুরের মন্নান মাঝি জানান, করোনার কারণে দীর্ঘদিন আমি সাগরে যেতে পারিনি। এখন অবরোধ চলছে । আমি খুব কষ্টে সংসার পরিচালনা করছিলাম। এসময়ে র্যাব-৮, পটুয়াখালী আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।র্যাব-৮ অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
দেশের অপরাধ নিমুর্লের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দূস্থ,অসহায়,গৃহহীন ও নিন্ম আয়ের মানুষের মাঝে মহিপুর থানা সহ পটুয়াখালী উপকুলের বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী দিয়েছেন। এ ত্রান সহায়তা অব্যাহত থাকবে বলে জানান র্যাব অধিনায়ক রইস উদ্দিন।