December 26, 2024, 6:17 am

লাচিপায় সরকারী গাছ কাটার দায়ে মামলা, ২জন শ্রীঘরে

Reporter Name
  • Update Time : Friday, May 29, 2020,
  • 221 Time View

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সরকারী ১৮০ ঘনফুট রেন্ট্রি গাছ মেসার্স পাল স্বমিল থেকে উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। এ ব্যাপারে বৃহস্পতিবার ৫ জনের বিরুদ্ধে বন আইনে থানায় মামলা করেছে পক্ষিয়া ফরেস্টের বিট অফিসার আবু বকর সিদ্দিক। ঐ রাতেই চরখালী গ্রাম থেকে আইয়ুব মৃধা ও নিজাম মৃধা কে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত ২১-মে হতে ২৩ মে ইং তারিখের যে কোন সময় রাতের আধারে মঙ্গলবারের বাজার সংলগ্ন বেড়িবাধের পশ্চিম পাশের্^ বন বিভাগের সামজিক বনায়নের এলাকা থেকে ১৬/১৭ জনের একটি সঙ্ঘবদ্ধ দল পাচারের উদ্দেশ্যে রেন্ট্রি গাছ কেটে নিয়ে যায়। উদ্ধার কৃত গাছে আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা ধরা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও কিছু গাছের গুড়া পাওয়া গেছে। অপসারনকৃত গাছের সর্বমোট মূল্য দেড় লাখ টাকা ধরা হয়েছে। আসামীরা হলেন আইয়ুব মৃধা, রিয়াজ হোসেন, জাকির খা, জহিরুল ইসলাম ও নিজাম মৃধা। এলাকার উপকার ভোগী সূত্র থেকে জানা গেছে, অপরাধীরা যে রেন্ট্রি গাছ কেটেছে তাতে ৫শত থেকে ৬শত ঘন ফুট গাছ হতে পারে। এ ব্যাপারে গলাচিপা থানার উপ-পরিদর্শক আল মামুন জানান সরকারী গাছ কাটার অপরাধে মামলা হয়েছে এবং দুই জনকে আটক করে গলাচিপা আদালতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের বিট অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে লক ডাউন থাকায় বাগান এলাকায় টহল না থাকায় এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ কোয়ারেন্টাইনে থাকার সূযোগে আসামীরা রাতের আঁধারে গাছগুলো কর্তন পূর্বক অপসারন করিয়াছে। তিনি আরো বলেন, ঘটনা শোনার পর থেকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিত্যক্ত অবস্থায় ৫টি গাছের লগ উদ্ধার করি এবং অফিসে নিয়ে আসি। সোর্সের সাহায্যে বিভিন্ন এলাকায় তল্লাশী ও তদন্ত করিয়া জানতে পারি মেসার্স পাল স্ব-মিলের দক্ষিন পাশের্^ নদীর পাড়ে অপসারনকৃত লগগুলো রক্ষিত আছে। আমরা দ্রুত স্ব-মিলে পৌঁছাইয়া লগগুলো জব্দ করে অফিসে নিয়ে আসি এবং ২টি বড় লগ পরিবহণের সমস্যার কারণে পাল স্ব-মিলের ম্যানেজার গোবিন্দ কুন্ডুর জিম্মায় রাখি। বন আইনে আসামীদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করি। যাহার মামলা নং-জিআর ৩৩/২০২০ তারিখঃ ২৮/০৫/২০২০ খ্রিঃউ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71