পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় চলমান করোনা সংকটে কর্মহীন দুর্গত সংবাদপত্র বিক্রয় কর্মীদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছে বিশিষ্ট ব্যবসায়ি ফয়ছাল বাদশা। আজ শুক্রবার সকালে স্থানীয় চিকনিকান্দি গ্রামের বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান, সেমাই ও পিয়াজসহ উপহার হিসেবে চিনি, দুধ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সংবাদকর্মী বিনয় কর্মকার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ি ফয়ছাল বাদশার ব্যক্তিগত উদ্যোগে করোনা সংক্রমণের শুরু থেকে এলাকায় নানা উদ্যোগ সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এতে চিকনিকান্দি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও উপহার সহায়তা প্রদান করা হয়।