বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রবসন রবিনহো ও ফারনানদেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।
আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালকে ০-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফুটবলে দেশসেরার গৌরব অর্জন করলো বসুন্ধরা।
পেশাদার লিগে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলে প্রথম শ্রেণির আসরে কোনো দলই অভিষেক আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সে রেকর্ডকে আরও একধাপ এগিয়ে নিল কিংস।
এ জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্টে টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে শেখ জামাল। অর্থাৎ ১৬ পয়েন্টে এখনই পিছিয়ে আছে তারা।
এ অবস্থায় বসুন্ধরা যদি পরবর্তী চার ম্যাচে আরামবাগ, সাইফ স্পোর্টিং, শেখ রাসেল ও ঢাকা আবাহনীর কাছে হারে তাহলে জামাল টানা পাঁচ ম্যাচ জিতলেও বসুন্ধরার শিরোপা অটুট থাকবে। কারণ লিগ শেষে তখন দুই দলের পয়েন্ট হবে ৫৫ ও ৫৪।