শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার।
পটুয়াখালীতে র্যাব-৮,ইট ভাটায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে, পটুয়াখালী ক্যাম্প ও স্পেশাল ম্যাজিষ্ট্রট কোর্ট, পটুয়াখালী কর্তৃক সদর থানাধীন নতুন বাজার এলাকায় অবস্থিত মেসার্স হিমা ব্রিকস্ নামক একটি ইট ভাটায় আজ সকাল আনুমানিক ১৪.০০ ঘটিকা হতে ১৬.০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
এসময় নিষিদ্ধ এলাকায় লাইসেন্স ব্যতিত অনুমোদনহীন ভাবে ইট প্রস্তুত এর অভিযোগে স্পেশাল ম্যাজিষ্ট্রেট কোর্ট, পটুয়াখালী এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাব উদ্দিন এর নির্দেশে উক্ত ইট ভাটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। এ সময় উক্ত ইট ভাটার মালিক মোঃ এনায়েত হোসেন (৫২), পিতাঃ মৃত হোসেন আলী পন্ডিত, সাং-নতুন বাজার, পটুয়াখালীকে আটক করা হয়।
আটককৃতকে উক্ত স্পেশাল আদালতের মাধ্যমে ইট প্রস্তত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৬ ও ৮ ধারা মোতাবেক মোট ০৪ লক্ষ টাকা অর্থদন্ড ধার্য করা হয় এবং ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশাধন ২০১৯) এর ২০ ধারা মোতাবেক উক্ত ইট ভাটার সকল মালামাল বাজেয়াপ্ত ঘোষনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী, জেলা পুলিশ, পটুয়াখালী ও ফায়ার সার্ভিস, পটুয়াখালী উক্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনায় সহায়তা করেন।