শফিকুজ্জামান শুভ,জেলার প্রতিনিধি ,(ব্রাক্ষণবাড়িয়া) :
নাসিরনগরে মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ১২৪ জন দুস্থ অসহায়,দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ১ লাখ ২৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গোকর্ণ ইউনিয়নের নুরপুর পূর্বপাড়া প্রবাসী কল্যান পরিষদের প্রত্যেককে এক হজারা টাকা করে প্রদান করা হয়। আজ শনিবার সকালে নুরপুর সড়ক বাজার চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এই অর্থ বিতরণ করা হয়।
নুরপুর পূর্বপাড়া রাজঘোটক সমাজ কল্যান পরিষদের সার্বিক সহযোগিতায় এসময় উজ্জল আহমেদ,রাজঘোটক সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি এস এম নাসিম,সাধারণ সম্পাদক হাসান মাহমুদ,মোর্শেদ জাহিদ, হিমেল আহমেদ,নুরুলইসলাম,সাংবাদিক শফিকুজ্জামান শুভ,আকাশ আহমেদ,রেজা রাব্বি,ইয়াসিন আহমেদ,ইমন আহমেদ,তোফায়েল আহমেদ,আল আমিন,সাদ্দাম হোসেন,আলী নেওয়াজসহ পরিষদের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।