বার্সার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। জীবনের ২১টি বছর যে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের মায়া কাটিয়ে গত মঙ্গলবার পিএসজিতে চলে গেছেন তিনি।
২ বছরের চুক্তিতে পিএসজিতে নাম লিখিয়েছেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাঁর পায়ের জাদু এখন পিএসজি সমর্থকদের বুকে আলোড়ন তুলবে। যদিও এই ২ বছরের বাইরেও আরও এক বছরের চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
তবে এসব খবর মেসি ভক্তদের অজানা নয়। নতুন খবর হল – বার্সেলোনার কাছে এখনও ৫ কোটি ২০ লাখ ইউরো পাবে মেসি। যা বাংলাদেশি মুদ্রায় ৫১৯ কোটি টাকার সমান।
বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত এই খবর জানিয়েছে। সূত্র হিসেবে বলেছে, তারা কথা বলেছে বার্সা এবং মেসির কাছের মানুষদের সঙ্গে। তারা জানিয়েছে এই পরিমাণ অর্থ আসলেই মেসির পাওনা।
স্প্যানিশ ভিত্তিক আরেক দৈনিক দিয়ারিও স্পোর্ট এক প্রতিবেদনে বেতন বাকি রাখার বিষয়টি নিশ্চিত করেছে। কাতালান ক্লাবটি এই পাওনা দুই বছরের মধ্যে পরিশোধ করবে বলে জানিয়েছে।
করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয় বার্সেলোনারও ক্ষতি করেছে। এ জন্য অধিক বেতন প্রাপ্ত ফুটবলারদের বেতনও কমানো হয়েছিল। কমানোর পরও এই টাকা বার্সার কাছে পাবেন মেসি।