মরণব্যাধি এইচআইভি বা এইডসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটির ক্লিনিকাল পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বলছে, ২০২১ সালের শেষ দিকে মানবদেহে দু’টি এইচআইভি এমআরএনএ ভ্যাকসিন পরীক্ষা করবে তারা।
এনআইএইচ পরিচালিত ওয়েবসাইট ক্লিনিক্যাল ট্রায়ালস ডটকম গভ-এর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মডার্না এইচআইভি’র দুটি পরীক্ষামূলক ভ্যাকসিন এমআরএনএ-১৬৪৪ এবং এমআরএনএ-১৬৪৪ভি২-কোর এর প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এইচআইভিতে আক্রান্ত এমন ১৮ থেকে ৫০ বছর বয়সী প্রায় ৫৬ জন স্বেচ্ছাসেবকের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। গবেষণাটি ২০২৩ সালের মে মাসে শেষ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এমআরএনএ-১৬৪৪ ভ্যাকসিন পরীক্ষা সঠিক পদ্ধতি মূল্যায়নের জন্য ইটারেটিভ হিউম্যান স্টাডিজ ব্যবহার করা হবে। সেইসাথে মানবদেহে সংযোজনের জন্য ব্যবহৃত হবে নতুন অ্যান্টিজেন।
ম্যাট্রিক্স রিবোনিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভ্যাকসিনগুলো একটি মৌলিক পদ্ধতিতে এমআরএনএ প্রস্তুতিতে মানবদেহের কোষগুলোতে কিছু প্রোটিন উৎপাদন করবে।