December 26, 2024, 4:07 pm

গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে স্বস্তির হাসি।

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Monday, August 16, 2021,
  • 50 Time View

 পটুয়াখালীর গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে স্বস্তির হাসি দেখা গেছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইলিশের মৌসুম শুরু হলেও প্রথম দিকে সাগরে তেমন ইলিশ না পাওয়ায় জেলেরা চিন্তিত ছিলেন। কিন্তু গত কয়েকদিনে আবারো সাগর উপকুলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

 

হাসি ফুটেছে জেলেদের মুখে। ইলিশ আহরণকারী জেলেরা জানান, তাদের জালে প্রচুর পরিমানে রূপালি ইলিশ ধরা পড়েছে। তবে এবার মাছের সাইজ তুলনামূলকভাবে ছোট। তারপরও জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা বেশ খুশি। উপজেলার জেলে পল্লী পানপট্টী, বদনাতলী, চরকাজল, চরবিশ্বাস, চর কপালবেড়া, উলানিয়া, বোয়ালিয়া, পক্ষিয়া, আমখোলা বাজারে আনন্দের জোয়ার বইছে।

হাসি ফুটেছে জেলেদের মুখে মুখে। মাছের আড়ৎগুলোতে ব্যবসায়ী ও জেলেদের উপস্থিতি জমজমাট। বাজারেও প্রচুর পরিমাণ মাছ আসছে। দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। পক্ষিয়ার মজিবর মাঝি জানান, অনেক দিন পর নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় আমরা বেশ খুশি। গলাচিপা মৎস্য আড়ৎদার মো. শাহ আলী, পানপট্টী লঞ্চঘাটের আড়ৎদার মো. ইব্রাহিম জানান, বাজারে এখন প্রচুর ইলিশ মাছ আসছে।

জেলেরা নদী ও সাগর থেকে মাছ নিয়ে আসায় মাছের দাম কমতে শুরু করেছে। এতে সাধারণ মানুষও মাছ কিনতে পারবে। আমরাও আমাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারব। গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুর নবী জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিকে ইলিশ মাছ তেমন ধরা না পড়লেও এখন মাছ ধরার পরিমান বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন পর্যন্ত প্রচুর মাছ পড়বে বলে মনে হচ্ছে। এতে জেলেদের মুখে হাসি ফুটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71