গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় রাজনীতির প্রতিহিংসায় কৃষ্ণ কান্ত শীল (২৫) এর বিরুদ্ধে হয়রানী মামলার অভিযোগ করেছেন মোঃ বাবুল হাওলাদার।
স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, গত ১৫ মে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ঘটনা ঘটে। মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার মোসাঃ সোনিয়া আক্তারের (ভিকটিম) বাবা মো. বাবুল হাওলাদারের সাথে কৃষ্ণ কান্ত শীলের দোকানে অনেক দেনা পাওনা ছিল। টাকা চাইতে যাওয়া এ ঘটনা ঘটে। গলাচিপা থানায় একটি ধর্ষষণ মামলা হয়। যার মামলা নং- ২১ তারিখ ১৮/০৫/২০২০ ইং। এ বিষয়ে আসামীর ভাই ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হিরণ চন্দ্র রায় বলেন, রাজনীতির প্রতিহিংসার শিকারে আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। তিনি আরও বলেন, কলাগাছিয়া ইউনিয়নে কিছু কূচক্রী মহল আছে যারা অসহায় পরিবারদের দিয়ে সম্মানিত ব্যক্তির সম্মান হানি করা তাদের নেশা ও পেশা।
এ বিষয়ে এলাকার একজন প্রবীণ নেতা ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল মাতব্বর বলেন, একজন প্রতিবন্ধী মেয়েকে দিয়ে এলাকার নব্য আ’লীগেরা ইউপি সদস্যের মান ক্ষুন্ন করার জন্য এ হয়রানীমূলক মামলা দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দুলাল চৌধুরী বলেন, আসলেই কৃষ্ণ কান্ত শীলের এই হয়রানী মামলা দুখঃ জনক।
অভিযোগ কারীরা আরো জানায়, কিছু কূচক্রী মহল মো. বাবুল হাওলাদারকে দিয়ে এই মিথ্যা মামলাটি করিয়েছে। প্রশাসন গোপনে ঘটনাস্থল পরিদর্শন করলে সব কিছু পেয়ে যাবে। এ বিষয়ে এসআই জিয়াউর রহমান বলেন, মামলা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন এবং ডাক্তারী প্রতিবেদন না আসা পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না।