মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলায় তৃতীয় দফায় আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন সকালেই নাতনী পরীমণির সঙ্গে দেখা করতে আদালতে ছুটে এসেছেন শতবর্ষী নানা ও খালাতো ভাই মেহেদী।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন। আদালতে কেন এসেছেন জানতে চাইলে পরীমণির নানা বলেন, ‘নাতনীর সাথে দেখা করতে এসেছি।’ এ ছাড়া তিনি আর কোনো কথা বলেননি।
এ সময় পাশে বসে থাকা পরীমণির খালাতো ভাই মেহেদী বলেন, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।
আজ সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে পরীমণিকে নিয়ে আসা হয়।
এর আগে ১৬ আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে আরও ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। আদালত শুনানির জন্য আজ (বৃহস্পতিবার) দিন ধার্য করেন।
এর আগে গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।