নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ অভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন খাসেরহাট বাজার এলাকায়
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় অন্যতম পলাতক আসামী মোঃ ইউসুফ হাওলাদার (৫২), পিতা-মোসলেম আলী হাওলাদার, সাং- উত্তর মরিচ বুনিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ইউসুফ হাওলাদার পটুয়াখালী সদর থানাধীন মরিচ বুনিয়া ইউনিয়ন,
৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। মামলার এজাহার সূত্র জানা যায় যে, গত ২১/০৪/২০২০ইং তারিখ বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন মরিচ বুনিয়া এলাকায় গ্রেফতারকৃত মোঃ ইউসুফ হাওলাদারসহ ১০/১২ জন লোক একই এলাকার ভিকটিম, মোঃ হাসান, পিতা-ফোরকান ভূইয়া, মোঃ অলি, পিতা-মোস্তফা ঘরামী,মিঠু আকন, পিতা-শফিক আকন ও মোঃ নাসির, পিতা- মৃত এরাছিন হাওলাদারকে,
বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ ঘটনা সংক্রান্তে ভিকটিমের পরিবার গত ২৬/০৪/২০২০ইং তারিখ পটুয়াখালী সদর থানায় একটি হত্যা চষ্টা মামলা দায়ের করেন (মামলা নং-২৮, তারিখ ২৬/৪/২০ ধারা ১৪৩,৩৪১,৩২৩,৩২৪, ৩২৫,৩২৬,৩০৭,৪৪৮,৪৬১,৩৮০,৪২৭,৫০৬ পিসি) এবং আসামীদের গ্রেফতারে র্যাবের সহায়তা কামনা করেন।
তদপ্রেক্ষিতে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল উক্ত মামলার অন্যতম আসামী মোঃ ইউসুফ হাওলাদারকে খাসেরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করে। উক্ত এহাজারভুক্ত পলাতক আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তরকরা হয়। উল্লেখ্য ইউসুফ ইতিপূর্বে কথিত নাভানা কোম্পানির সেকেন্ড ইন কমান্ড নোমানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলো।