ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে থাকতে হচ্ছে কারাগারে। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পরীমণির এরই মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি শেষে পরীর আইনজীবী মজিবুর রহমান বলেন, পরীমণি একজন চিত্রনায়িকা। তিনি যে লাইফস্টাইলে অভ্যস্ত তাতে কারাগারে থাকতে পারছেন না। তার বিরুদ্ধে হওয়া মামলায় বারবার রিমান্ডে নেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন পরীর আইনজীবী।
তিনি আরও বলেছিলেন, আদালতে রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেছি। আদালতকে বলেছি পরীমণিকে জামিন দিলে পলাতক হবে না। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।