নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। কিন্তু ১৯ সদস্যের এই দলে নেই তামিম ইকবালের নাম।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করে। এতে ডাক পেয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, আমিনুল ইসলাম বিপ্লব। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি তারা।
সবশেষ ২০২০ সালের মার্চে দেশে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর দেশ ও দেশের বাইরে একাধিক সিরিজ হলেও সংক্ষিপ্ত ফরম্যাটে আর নামেননি এই ওপেনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।
বিস্তারিত আসছে…