এএফসি কাপ ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পায় বসুন্ধরা কিংস। দৃষ্টিনন্দন এক গোল করে সবাইকে চমকে দেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। তবে এতেই শেষ নয়। প্রথম জয়ে বসুন্ধরা কিংসের সামনের পথ কিছুটা মসৃণ হলেও কঠিন চ্যালেঞ্জ এখনো আছে।
আজ বিকাল ৫টায় মালদ্বীপে ভারতীয় ক্লাব বেঙ্গালুরুর মুখোমুখি হলো বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে স্বদেশি মোহনবাগানের কাছে হারলেও বেঙ্গালুরুকে গুরুত্ব দিতেই হচ্ছে। টুর্নামেন্টে টিকে থাকতে তারাও মরিয়া হয়ে লড়বে।
বেঙ্গালুরু এমন এক দল যেখানে ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী খেলেন। এই দলে আছেন গুরপ্রিত সিংয়ের মতো অভিজ্ঞ গোলরক্ষক। তপু বর্মণদের জন্য বেঙ্গালুরু ম্যাচটি তাই বাড়তি উন্মাদনা জোগাবে। কাতার বিশ্বকাপের বাছাই পর্বে সুনীল ছেত্রীর কাছে হেরেছিলেন তপু বর্মণরা। জার্সির রং বদলালেও প্রতিশোধের আগুন তো একই আছে!
বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন প্রথম ম্যাচ জিতে বলেন, ‘জয়টা খুব জরুরি ছিল। এবার পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব আমরা। প্রতিটা দলই শক্তিশালী। প্রতিটা ম্যাচই ফাইনালের মতো।’
এএফসি কাপে ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনাল খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বসুন্ধরা কিংসকে। এ কারণে তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আজ মোহনবাগান পয়েন্ট হারালে আর বসুন্ধরা কিংস নিজেদের ম্যাচে জিতলে সমীকরণ অনেকটাই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার মোহনবাগানের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ডে খেলবে অস্কার ব্রুজোনের দল। দলের ইরানি ডিফেন্ডার খালিদ শাফি অবশ্য সামনের প্রতিটা ম্যাচই জিততে চান।