December 24, 2024, 2:42 am

করোনায় মৃত্যুতে ফ্রান্সকেও ছাড়িয়ে গেল ব্রাজিল

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2020,
  • 133 Time View

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

শনিবার দেশটিতে মারা গেছে ৮৯০ জন। তাতে মৃতের সংখ্যায় ফ্রান্সকে ছাড়িয়ে গেছে দেশটি। এদিন আক্রান্ত হয়েছে রেকর্ড ৩৩ হাজার ২৭৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী যা নতুন রেকর্ড। খবর এএফপির।

বাংলাদেশ সময় রবিবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৩৪। ফ্রান্সে মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৭১।
মোট মৃতের সংখ্যায় ব্রাজিল বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে। তাদের সামনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (১,০৫,৫৫৭), যুক্তরাজ্য (৩৮,৩৭৬) ও ইতালি (৩৩,৩৪০)।

আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন। ব্রাজিলের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৮২০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71